চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে বাংলাদেশে, কোথায় ও কবে দেখা যাবে?

2 weeks ago 11

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠের গড়াবে কি না তা নিয়ে সংশয় থাকলেও, আনুষ্ঠানিক আয়োজন থেমে নেই। পাকিস্তানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ভারতের রাজনৈতিক কারণে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তেই এই জটিলতার সূত্রপাত। তবে এই অস্থিরতার মধ্যেও আইসিসির উদ্যোগে চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্বভ্রমণ চলছে।

এই বিশ্বভ্রমণের অংশ হিসেবে এবার বাংলাদেশে আসছে মর্যাদাপূর্ণ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-এর তত্ত্বাবধানে ট্রফিটি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরছে। চার দিনের সফরে বাংলাদেশে আসা এই ট্রফিটি কক্সবাজার, ঢাকা এবং মিরপুরে জনসাধারণের জন্য প্রদর্শিত হবে।

ট্রফির বাংলাদেশ সফরের সময়সূচি:

বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শিত হবে কক্সবাজারের লাবণী পয়েন্টে। ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সমুদ্র সৈকতে দর্শনার্থীরা ট্রফিটি দেখতে পারবেন। এরপর ট্রফিটি ঢাকায় নিয়ে আসা হবে।

১২ ডিসেম্বর ট্রফিটি থাকবে ঢাকার পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে। সেদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা এটি দেখতে পারবেন।

১৩ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ট্রফিটি প্রদর্শন করা হবে। এই প্রদর্শনী জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, কর্মকর্তাসহ গণমাধ্যম এবং সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

এরপরের যাত্রা:

বাংলাদেশের সফর শেষে ট্রফিটি ১৫ থেকে ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকবে। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডে ঘুরে ১৫ জানুয়ারি ট্রফিটি ভারতে পৌঁছাবে।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্বভ্রমণ শুরু হয়েছিল ১৬ নভেম্বর আয়োজক দেশ পাকিস্তান থেকে। সেখানে ২৫ নভেম্বর পর্যন্ত বিভিন্ন শহরে প্রদর্শনের পর এটি আফগানিস্তান সফর করে। ২৬ থেকে ২৮ নভেম্বর আফগানিস্তানে থাকার পর ট্রফিটি বাংলাদেশে আসছে।

Read Entire Article