চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু স্কোর
রাওয়ালপিন্ডিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানে থামল বাংলাদেশ। কিউইদের আমন্ত্রণে প্রথমে ব্যাট করে টাইগাররা ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান সংগ্রহ করে।
ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে এগিয়ে যায় বাংলাদেশ। ৭৭ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি, ৯টি চারের মার থাকলেও ছিল না কোনো ছক্কা। জাকের আলীর ৪৫ রানের কার্যকরী ইনিংস আর রিশাদ হোসাইনের ২৬ রানের ক্যামিও বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন মাইকেল ব্রেসওয়েল। তিনি ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। ও’রউর্ক ২টি ও ম্যাট হেনরি, কাইল জেমিসন ১টি করে উইকেট নেন।
নিউজিল্যান্ডের সামনে এখন ২৩৭ রানের লক্ষ্যমাত্রা। যা ছুঁতে পারলেই সেমিফাইনালে উঠবে কিউইরা। উইল ইয়াং ও ডেভন কনওয়ে ওপেনিংয়ে নামবেন। বাংলাদেশ বোলারদের জন্য এটি কঠিন পরীক্ষা হতে চলেছে। আসরে টিকে থাকতে হলে বাংলাদেশের জয় ছাড়া অন্য কোন উপায় নেই।