টুর্নামেন্ট শুরুর আগে যে শঙ্কা করা হয়েছিল, সেটিই সত্য হলো। যখন অন্য শীর্ষস্থানীয় দলগুলো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে, তখন বাংলাদেশ ব্যস্ত ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে।
বিপিএল শেষ হওয়ার পর নাজমুল হোসেন শান্তর দল মাত্র এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ওই এক সপ্তাহের প্রস্তুতিই কি যথেষ্ট চ্যাম্পিয়ন্স ট্রফির মতো সেরা আট দলের লড়াইয়ে?
আজ বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। তার আগেই ভারত এবং নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে টাইগারদের।
শেষ ম্যাচের আগে নিজেদের প্রস্তুতির ঘাটতির বিষয়টি স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দল পুরোপুরি প্রস্তুত ছিল না।
পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের আগে সালাউদ্দিন বলেন, ‘হতে পারে আমাদের প্রস্তুতি যথাযথ ছিল না, এবং আমি বিশ্বাস করি সেটিই প্রধান কারণ। তবে আমি কোনো অজুহাত দিতে চাই না। আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত মানিয়ে নিতে হয়। এটি টেস্ট, টি-টোয়েন্টি বা ওয়ানডে যে ফরম্যাটই হোক না কেন, সঠিকভাবে রূপান্তর হওয়াটা গুরুত্বপূর্ণ। এখানেই আমরা পিছিয়ে গেছি। ফরম্যাটের মধ্যে মানসিকভাবে খাপ খাওয়ানো অত্যন্ত জরুরি, এবং যদি আমরা সেটি রপ্ত করতে পারি, তাহলে এই স্তরে আরও ভালো পারফর্ম করবো।’
‘বেশিরভাগ দলই এই টুর্নামেন্টের আগে একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছে। যদি আমরা পাকিস্তানে এসে একটি সিরিজ খেলতাম, তাহলে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হতো। ভারত ও ইংল্যান্ডের মতো দলগুলো ৫০ ওভারের ম্যাচের যথাযথ প্রস্তুতি নিয়েছে।’
‘আমরা বিপিএল শেষ করার দুই দিন পরই এখানে চলে এসেছি, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই। প্রস্তুতিই আসল চাবিকাঠি, এবং এটি শুধু খেলোয়াড়দের দায়িত্ব নয়, বরং আমাদের ম্যানেজমেন্টেরও। ক্রিকেট বোর্ডেরও এটি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত’-সালাউদ্দিনের কণ্ঠে হতাশা।
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি এখন কার্যত আনুষ্ঠানিকতা মাত্র, তবে সালাহউদ্দিন দলের ইতিবাচকভাবে শেষ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং আশাবাদী যে, বাংলাদেশ স্বাগতিকদের কঠিন চ্যালেঞ্জ জানাতে পারবে।
টাইগারদের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘আমাদের হয়তো এখন আর বেশি কিছু পাওয়ার নেই এই টুর্নামেন্ট থেকে, তবে যেহেতু আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি, তাই খেলোয়াড়দের উন্নতি দেখানো জরুরি এবং আগের ভুলগুলো পুনরাবৃত্তি এড়ানো দরকার। এখনও অনেক জায়গায় উন্নতির প্রয়োজন, এবং আমাদের দ্রুত সেগুলো ঠিক করতে হবে।’
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় আছে। তবে সালাউদ্দিন সেসব ইতিহাস নিয়ে পড়ে থাকতে রাজি নন। তার কথা, পাকিস্তানকে হারাতে হলে ভালো পারফর্ম করতে হবে।
সালাউদ্দিন বলেন, ‘আমি ইতিহাসে বিশ্বাস করি না। আমরা আগের দুটি ম্যাচ ভালো খেলতে পারিনি। অতীতে আমরা ভালো করেছি, তবে সেটি এখন আর প্রাসঙ্গিক নয়। যদি আমরা পাকিস্তানকে হারাতে চাই, তাহলে আমাদের ভালো পারফর্ম করতেই হবে। আমাদের ব্যাটিং ধারাবাহিক নয়। একদিন টপ অর্ডার ভালো খেলে, পরের দিন মিডল অর্ডার ভেঙে পড়ে। আমাদের এটি সমাধান করতে হবে। তবে আমাদের বোলাররা দারুণ পারফর্ম করেছে, এবং আমি আশা করি আমরা একটি শক্তিশালী পারফরম্যান্স দেখাতে পারবো।’
এদিকে বাংলাদেশ তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচের আগে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি। সেটা আরেক দুশ্চিন্তার কারণ!
এমএমআর/জিকেএস