চ্যাম্পিয়ন্স ট্রফির আগমুহূর্তে দারুণ সুখবর পেয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ওয়ানডে র্যাংকিংয়ে দুইয়ে উঠে গেছে মোহাম্মদ রিজওয়ানের দল। গতকাল বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান তাড়ায় রেকর্ড জয়ের (৩৫২ রান তাড়া করে ৬ উইকেটে জয়) পর একধাপ অগ্রগতি হয়েছে সবুজ জার্সিধারীদের।
আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে দেখা গেছে পাকিস্তানের রেটিং পয়েন্ট ১১১। বুধবার লো স্কোরিং ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়া (২১৪ রান তাড়ায় ৪৯ রানে হার) বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ারও পয়েন্ট ১১১। তবে নির্ধারিত সময়ে অসিদের চেয়ে কম ম্যাচ খেলায় ভগ্নাংশের হিসেবে এগিয়ে গেছে পাকিস্তান। যে কারণে র্যাংকিংয়ে এগিয়ে রিজওয়ানরা।
শ্রীলঙ্কার কাছে হেরে ২ পয়েন্ট হারিয়েছে অস্ট্রেলিয়া। একই রাতে রিজওয়ান ও সালমান আলি আগার অবিশ্বাস্য সেঞ্চুরিতে প্রোটিয়াদের হারিয়ে পাকিস্তান নিজেদের থলিতে যোগ করেছে ২ পয়েন্ট।
বরাবরের মতোই টেবিলের শীর্ষে ভারত। বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৪২ রানে জিতে ইংল্যান্ডকে ধবলধোলাই (৩-০) করেছে রোহিত শর্মার দল। ম্যান ইন ব্লুজদের রেটিং পয়েন্ট ১১৯।
ধবলধোলাইয়ের লজ্জায় ডুবে ১ পয়েন্ট হারিয়েছে ইংল্যান্ড। বর্তমানে ইংলিশদের রেটিং পয়েন্ট ৯২, টেবিলে অবস্থান ৭ নম্বরে।
৮১ রেটিং পয়েন্ট নিয়ে বরাবরেই মতোই র্যাংকিংয়ে নবম স্থানে আছে বাংলাদেশ।
এমএইচ/জেআইএম