আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর খুব বেশি দূরে নেই। আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। যদিও ভারত এবং পাকিস্তানের সম্পর্কে টানাপোড়েনের কারণে টুর্নামেন্টের ভেন্যু জটিলতা ছিল। হাইব্রিড মডেলে হলেও সেই জটিলতা খানিকটা কমেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আলোর মুখ দেখতে যাচ্ছে।
এখন সবচেয়ে বড় প্রশ্ন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল কেমন হবে? ওয়ানডে ফরম্যাটে হওয়ার কারণে আইসিসির এই টুর্নামেন্টে খেলবেন তো সাকিব আল হাসান এবং তামিম ইকবাল?
বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে আজ মিরপুরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানালেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সিলেকশনের জন্য সাকিব এবং তামিম এভেইলেবল। অর্থ্যাৎ, কোনো ঝামেলা না থাকলে নির্বাচকরা এই দুই ক্রিকেটারকে বাংলাদেশ দলে রাখতে পারবেন।
সাকিব আল হাসান এরই মধ্যে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। ওয়ানডে থেকে অবসর না নিলেও রাজনৈতিক সম্পৃক্ততার কারণে আপাতত দলের বাইরে রয়েছেন। সর্বশেষ জাতীয় নির্বাচনের সময় তিনি ছিলেন আওয়ামীলীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য।
অন্যদিকে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্ষমতাসীন আওয়ামীলীগের নির্বিচারে গুলি করে মানুষ হত্যায় ছিলেন পুরোপুরি নীরব। এ কারণে, দেশের মানুষের অধিকাংশই সাকিব দেশে ফিরে এসে বাংলাদেশ দলের হয়ে খেলুক, তা চান না।
দেশের মাটিতে সর্বশেষ টেস্ট খেলে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব। অন্তর্বর্তীকালীন সরকারও কিছুটা নমনীয় হয়েছিলো; কিন্তু ছাত্র-জনতার প্রতিরোধের মুখে তিনি যুক্তরাষ্ট্র থেকে রওয়ানা দিয়েও দেশে ফিরতে পারেননি। এরপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দল ওয়ানডে খেললেও সাকিব সেখানে ছিলেন না।
এর ফলেই প্রশ্ন তৈরি হয়েছিলো, বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে খেলাবে কি না? অন্যদিকে তামিম ইকবাল সম্পর্কেও মানুষ জানতে চান, তিনিও খেলবেন কি না। কারণ, তামিম এখনও অবসর নেননি। এক বছরেরও অধিক সময় দলের বাইরে। ফিরতে চান শর্ত সাপেক্ষে। চলমান এনসিএল টি-২০ টুর্নামেন্টেও তিনি দারুণ ব্যাটিং করেছেন। সুতরাং, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম খেলবেন কি না, সেটাও বড় একটি প্রশ্ন।
আজ বিসিবি সভাপতিকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যদি কোন খেলোয়াড় অবসর না নিয়ে থাকে, সে নির্বাচনের জন্য অবশ্যই অ্যাভেইলেবল।’ সাকিবকে নির্বাচকরা দলে নিতে চাইলে নিতে পারবেন, তবে তিনি যদি ব্যাক্তিগত কারণে না খেলেন, তাহলে সেটা ভিন্ন কথা।
ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব খেলেনি কেন, তা নিয়ে ফারুক আহমেদ বলেন, ‘আসলে এই ব্যাপারটা একদমই ভিন্ন ইস্যু। এটাতে আসলে নতুন করে কিছু নেই। শেষ যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলেছি আমরা, সেখানে সে মানসিক অবস্থায় ছিল না খেলার মতো। যেতে পারেনি। এখন বলবে বিপিএল খেলবে কি..., আমার কাছে কোন আপডেট নেই তার ব্যাপারে।’
তামিম সম্পর্কে বিসিবি সভাপতি বলেন, ‘তামিমেরটা আসলে প্রধান নির্বাচক যে কথা বলেছেন, এখনো কোনো পলিসি নেই। যদি কোনো খেলোয়াড় অবসর না নিয়ে থাকে আর যদি নির্বাচকরা মনে করে তাকে দরকার, তখন ওই নির্বাচক প্যানেল নির্দিষ্ট খেলোয়াড়ের সঙ্গে কথা বলবে।’
এআরবি/আইএইচএস/