দেশের মাটিতে ৫ দিনের অনুশীলন শেষে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার পালা বাংলাদেশের। ভারতের খেলাগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। তাই পাকিস্তানের পাশাপাশি খেলা চলবে আরব আমিরাতেও। টাইগারদের প্রথম ম্যাচ যেহেতু দুবাইতে ভারতের বিপক্ষে, বাংলাদেশের প্রথম গন্তব্য দুবাই।
আজ বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে দুবাই যাত্রা করবে টিম বাংলাদেশ। রাত পৌনে ২টায় (ঘড়ির কাঁটায় তখন ১৪ ফেব্রুয়ারি) দুবাই যাত্রা শান্ত, মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য, মিরাজ, মোস্তাফিজদের।
বাংলাদেশের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি লিটন দাসের। দীর্ঘদিন জাতীয় দলের অপরিহার্য ক্রিকেটার হয়ে ওঠা লিটন অফফর্মের কারণে এবার নেই।
তবে তিনি না থাকলেও দলের বড় সমর্থক হিসেবে সমর্থন দিয়ে যাবেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগী বার্তায় এমনটাই জানিয়েছেন লিটন।
উইকেটরক্ষক এই ব্যাটার ফেসবুকে লিখেছেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ এই দুর্দান্ত দলটির জন্য শুভকামনা! আমি বিশ্বাস করি এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে এই দলটি তাদের সেরাটা দেবে। বিশ্ব সাক্ষী হোক, টাইগাররা কেমন খেলে!
আমি দলে জায়গা করে নিতে পারিনি, কিন্তু এটা আমাকে দলের সবচেয়ে বড় সমর্থক করে তুলবে। আমি প্রতিটি রান, উইকেট এবং ক্যাচের জন্য উল্লাস করব। ভিন্ন ভূমিকায় দলের ১৬তম সদস্য হিসেবে তোমরা আমাকে সাথে পাবে!’
এমএমআর/জেআইএম