চ্যাম্পিয়ন্স লিগের পর এবার ব্রাজিলকে ট্রফি জেতাতে চান ভিনিসিয়ুস

3 months ago 47

রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবলে সম্ভাব্য সব ট্রফি জেতা হয়ে গেছে ব্রাজিলের বর্তমান সময়ে সেরা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের। এবার তার চোখ জাতীয় দলে।

হলুদ জার্সিধারীদের হয়ে এখনো কোনো ট্রফি জেতা হয়নি তার। এবার সেই অধরা আক্ষেপ ঘোচাতে চান ভিনিসিয়ুস। দলের হয়ে কোপা আমেরিকা জিততে চান তিনি।

গেল সপ্তাহে ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ২-০ গোলের ব্যবধানে বুরুশিয়া ডর্টমুন্ডকে হারায় রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে একটি গোলও করেন ভিনিসিয়ুস। হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ও। এবার ব্রাজিলের হয়ে ট্রফি জেতার পালা তার।

জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ভিনিসিয়ুস। সেখানে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই ফুটবলার বলেন, ‘আমি জাতীয় দলের হয়ে কোনো ট্রফি জিততে পারিনি। আশা করছি এবার পারবো। আমরা ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছি। আমাদের এই প্রজন্মের ফুটবলাররা বেশ শক্তিশালী এবং দলের হয়ে বড় কিছু জিততে চায়।’

কোপা আমেরিকায় নামার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। মেক্সিকোর বিরুদ্ধে ৮ই জুন ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১২ই জুন মাঠে নামবে তারা। কোপায় ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে জুনের ২৪ তারিখ।

আরআর/এমএমআর

Read Entire Article