চড়াই-উতরাই পেরিয়ে সফল উদ্যোক্তা উৎসব সিং সাগর
জীবনের চড়াই-উতরাই পেরিয়ে এক সময়ের সাধারণ চাকরিজীবী এখন সফল উদ্যোক্তা। কখনও দিশেহারা, কখনও সাহস হারিয়ে ফেলা সেই মানুষই আজ নিজের পরিচয়ে গর্বিত, তিনি উৎসব সিং সাগর। ছোট্ট একটা স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে শুরু করেছিলেন পথচলা, হাতে ছিল মাত্র ১৭ হাজার টাকা। আজ সেই ছোট্ট উদ্যোগ ‘টাইম ফ্লো বিডি’ রূপ নিয়েছে লাখ টাকার ব্যবসায়।
উৎসব সিং সাগর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ‘বিবিএ’তে স্নাতক সম্পন্ন করেছেন। দুই ভাইয়ের মধ্যে সে বড় সন্তান হওয়ায়, পরিবার থেকে তার ওপর অন্যরকম একটা আশা ছিল। যেটা সে অনুভব করত। এই তাড়নায় সে প্রথমে চাকরি শুরু করে কিন্তু উৎসব তখন বুঝতে পারল চাকরির বেতন দিয়ে পরিবার ভালোভাবে চালানো খুব কঠিন। এরপর সে অনেক ভেবে শুরু করল তার ব্যবসার স্বপ্নের যাত্রা।
এ বিষয়ে উৎসব সিং সাগর বলেন, ‘শুরুটা আসলে বছর দুই আগে। চাকরি করছিলাম নিয়মিত, কিন্তু ভেতরে ভেতরে একটা স্বপ্ন কাজ করছিল নিজের কিছু একটা করার। তবে দীর্ঘ দুই বছর সাহস সঞ্চয় করতে সময় লেগে যায়’।
তিনি আরও বলেন, আজ যে উঠে দাঁড়িয়েছি এই সাহসের সঙ্গী ছিলেন আমার এক প্রিয় মানুষ, যিনি শুধু অনুপ্রেরণাই দেননি, ব্যবসার লোগোটিও ডিজাইন করে দিয়েছেন।
উৎসব বলেন, ‘এরপর আমি ঘড়ি ভালোবাসি, তাই ঠিক করলাম এটাকেই বানাব আমার ব্যবসার প্রোডাক্ট। এরপর শুরু হয় রিসার্চ, সোর্সিং আর পরিকল্পনার কাজ। সহযাত্রী হিসেবে পাশে পাই ছোট ভাই রাফি ও কলেজ জীবনের বন্ধু সাব্বিরকে। রাফি আমাকে ব্যবসায়িক পরামর্শ দেয়, আর সাব্বির সামলেছেন অনলাইন পেজ ও মার্কেটিংয়ের সব দায়িত্ব।
‘মাত্র ১৭,০০০ টাকা মূলধন নিয়ে শুরু করা সেই ব্যবসা আজ দাঁড়িয়েছে প্রায় ২ লাখ টাকায়। কয়েকদিনের মধ্যেই আমরা অনেকটা এগিয়েছি, সামনে আরও বড় পরিকল্পনা আছে’, বলেন উৎসব।’
উৎসব জানান, খুব শিগগিরই নতুন নতুন ঘড়ির মডেল ও একাধিক চমক নিয়ে হাজির হবেন তাদের ব্র্যান্ড ‘টাইম ফ্লো বিডি’।

15 hours ago
5









English (US) ·