ছক্কা হাঁকিয়ে এক ম্যাচে রোহিতের দুই বিশ্বরেকর্ড

3 months ago 48

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়ে কী ভুলই না করেছে অস্ট্রেলিয়া, সেটি বুঝিয়ে দিতে বেশি সময় নিলেন না ভারতের রোহিত শর্মা। ১৯ বলে করলেন হাফসেঞ্চুরি। শেষমেশ থামলেন ৪১ বলে ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। অসি পেসার মিচেল স্টার্কের বলে বোল্ড হন তিনি।

এই ম্যাচে ৮ ছক্কার সঙ্গে ৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন রোহিত। এতে দুটি বিশ্বরেকর্ড করেছেন ভারতীয় অধিনায়ক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে ২০০ ছক্কা হাঁকানোর রেকর্ড করেন রোহিত। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ২০৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

এছাড়া একক প্রতিপক্ষের বিপক্ষেও সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন রোহিত। অস্ট্রেলিয়ারর বিপক্ষে টি-টোয়েন্টিতে মোট ২৯টি ছক্কা হাঁকান তিনি।

এমএইচ/

Read Entire Article