ছবি তুলতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

2 weeks ago 18

বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ছবি তোলার সময় পা পিছলে নদীতে পড়ে আবির হাসান হিরা (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 

রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বিনোদনকেন্দ্র ভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজের দেড় ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, মৃত আবির হাসান হিরা বরিশাল নগরীর অমৃত লাল দে কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নাছনাপাড়া মদিনাবাদ এলাকার মো. রাশেদের ছেলে।

হিরার সহপাঠী হৃদয় জানান, তারা চার সহপাঠী মিলে চরবাড়িয়া ভাঙার পাড় এলাকায় ঘুরতে যান। এ সময় হিরা ছবি তুলতে ব্লকের ওপর উঠে। তখন পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয় সে।

বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক মিজানুর রহমান বলেন, খবর পেয়ে একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করেছে। পরে স্থানীয় জনপ্রতিনিধি, স্বজনসহ কলেজ কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

লাশ বুঝে নেওয়া চরবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য তুহিন খান বলেন, মৃতদেহ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশাল সদর নৌ থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে তার ময়নাতদন্ত হবে। পরে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

Read Entire Article