ছবি মুক্তি পাচ্ছে, বিশ্বাস করছেন না নায়িকার মা

2 weeks ago 13

‘মুক্তি পেয়ে নিক, তারপর দেখা যাবে।’ ছবিমুক্তি নিয়ে কথার শুরুতে এভাবেই প্রতিক্রিয়া জানালেন ‘নায়িকা’র মা। অনেকবার মুক্তির তারিখ দিয়েও সিনেমা মুক্তি দিতে পারেননি নির্মাতারা। তাই এবারের মুক্তির তারিখটাও বিশ্বাস করতে পারছেন না খ্যাতিমান অভিনেত্রী মোমেনা চৌধুরী। তার মেয়ে নভেরা রহমান অভিনয় করেছেন ‘রিকশা গার্ল’ ছবির কেন্দ্রীয় চরিত্রে।

‘আয়নাবাজি’ ছবির পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’। ২০২০ সালে দেশে মুক্তির কথা ছিল ‘রিকশা গার্ল’ ছবিটির। করোনা মহামারির কারণে বদলে যায় সব পরিকল্পনা। এরপর একাধিকবার সিনেমাটি মুক্তির তারিখ জানিয়েছিলেন অমিতাভ। নানান কারণে প্রতিটিবারই ছবিটি মুক্তি দিতে ব্যর্থ হন তারা। এরপর কেটে গেছে অনেকটা সময়। দেশের বাইরের বেশ কয়েকটি উৎসবে দেখানো হয়েছে সিনেমাটি। পেয়েছে প্রশংসা ও পুরস্কার। অবশেষে আবারও দেশে ছবিটি মুক্তির প্রস্তুতি নিয়েছেন নির্মাতারা। জানুয়ারি মাসের তৃতীয় সাপ্তাহে দেশে মুক্তি পাবে ‘রিকশা গার্ল’, জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

রিকশা গার্ল ছবিতে অভিনয় করেছেন মোমেনা চৌধুরীও। সিনেমাটি মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমা আগে মুক্তি পেয়ে নিক! অনেক বার বলেছে অমিতাভ, কিন্তু মুক্তি পায়নি। তাই এই ছবি মুক্তির কোনো তারিখে আমি বিশ্বাস করি না।’ তবে ছবির শুটিংয়ের নানান স্মৃতি তার আজও মনে পড়ে। যদিও মুক্তি বিলম্বিত হওয়ায় কিছুটা বিরক্ত তিনি।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মাণ করা হয়েছে ‘রিকশা গার্ল’। এর গল্পে দেখানো হয়েছে শিল্পমনা এক তরুণী নাঈমার গল্প। ছবি আঁকা তার ভীষণ পছন্দের। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সবকিছু এলোমেলো হয়ে যায়। ছবি এঁকে যেহেতু পয়সা পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে রিকশা চালাতে শুরু করে নাঈমা।

রিকশা গার্ল ছবিতে আরও অভিনয় করেছেন চম্পা, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ। নাঈমার ভূমিকায় দেখা যাবে নভেরা রহমানকে, তার মায়ের চরিত্রে মোমেনা ও বাবার চরিত্রে নরেশ ভূঁইয়াকে। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের তারিখ আর ব্যর্থ হবে না বলে জানিয়েছেন নির্মাতারা।

এমআই/আরএমডি

Read Entire Article