আজকাল অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রমের ছবি–ভিডিও খুবই জনপ্রিয়। অনেকেই এগুলো দেখতে বা সমাধান করতে ভালোবাসেন। এক অর্থে এগুলো মজার ধাঁধার মতো, যা সোশ্যাল মিডিয়ায় সবাই শেয়ার করতে পছন্দ করেন।
দৃষ্টিভ্রম ছবির মজাটা হলো, এক ছবিতে একেকজন একেকটা জিনিস দেখতে পান। তাই এগুলো শুধু বিনোদনের জন্য নয়, বরং এগুলো দেখে বোঝা যায় একজনের চিন্তাভাবনা কেমন। আবার নিজের পর্যবেক্ষণ আর বুদ্ধিমত্তাও যাচাই করা যায়। যেহেতু এগুলো সমাধান করতে মনোযোগ আর তীক্ষ্ণ দৃষ্টিশক্তি দরকার, তাই এগুলো মস্তিষ্কের চর্চারও দারুণ উপায়।
এমন অনেক সময় দেখা যায়, এসব ছবিতে কে কী দেখছে, সেটিই তার ব্যক্তিত্ব বা চিন্তার ধরনকে প্রকাশ করে। যদিও এটা সবসময় বাস্তব জীবনের সঙ্গে পুরোপুরি মেলে না, তাই মনোবিজ্ঞানীরা বিষয়টিকে খুব বেশি গুরুত্ব না দিতে বলেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি দৃষ্টিভ্রম ছবি ভাইরাল হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবিতে আপনি প্রথমে কী দেখলেন— সেটিই বলে দিতে পারে আপনি বেশি মনোযোগী, না চিন্তাশীল মানুষ।
প্রথম দেখায় মানুষ দেখলে : ছবিতে প্রথম দেখায় যদি আপনি একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেন, তাহলে এটি স্পষ্ট যে আপনি ভীষণ মনোযোগী। সামনে যা কিছু দেখেন তাতে খুবই মনোযোগ দিয়ে থাকেন। আপনি বাস্তবিক সব কিছুতেই মনোনিবেশ করতে পছন্দ করেন এবং কিছুটা সময় নিয়ে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন, যা আপনার বাস্তবিক ও ভিত্তিগত স্বভাব উপস্থাপন করে। আপনি স্পষ্টতা ও নির্ভুলতাকে মূল্য দিয়ে থাকে। কখনো কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলে প্রথমে তাৎক্ষণিক পরিস্থিতি বুঝতে পারেন এবং বৃহৎভাবে এটি ভাবতে পারেন।
প্রথমে যদি মুখ দেখতে পান : প্রথম দেখাতে যদি আপনি একটি মুখ দেখতে পান, তাহলে এটি প্রকাশ করে যে, আপনার ভাবনার একটি বড় জগৎ রয়েছে। আপনার মন স্বাভাবিকভাবেই নির্ধারিত বিবরণে আটকে থাকার পরিবর্তে নিদর্শন, অর্থ ও সংযোগ খোঁজাখুঁজি করে। আপনি কল্পনাপ্রবণ এবং আবেগ ও সূক্ষ্ম বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারেন, যা অন্যরা সহজে বুঝতে পারে না। চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষেত্রে আপনি তাৎক্ষণিক তথ্যের থেকে বৃহত্তর প্রেক্ষাপট ও দীর্ঘ মেয়াদী প্রভাবের ওপর মনোনিবেশ করেন। আপনার সামগ্রিক এই চিন্তার ক্ষমতা আপনাকে ব্যক্তিগত ও পেশাদার উভয় পরিস্থিতিতে চিন্তাশীল, সৃজনশীল ও আবেগগতভাবে বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

16 hours ago
6









English (US) ·