ছবিসহ ভোটার তালিকা মুদ্রনের নির্দেশ ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল সংসদীয় আসনের জন্য ছবিসহ ভোটার তালিকা মুদ্রনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সংক্রান্ত চিঠি সকল জেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো.নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য ৩০০টি নির্বাচনি এলাকার চূড়ান্ত সর্বশেষ হালনাগাদকৃত ছবিসহ ও ছবিছাড়া ভোটার তালিকার পিডিএফ কপি মাঠ পর্যায়ের কার্যালয়ে সরবরাহ কার্যক্রম চলমান। ওই পিডিএফ কপি হতে দেশব্যাপী ৩০০টি আসনের সীমানা ও ভোটার এলাকার সীমানা অনুসারে সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার কর্তৃক তাঁর অধিক্ষেত্রাধীন সংসদীয় আসনসমূহের জন্য ৫ সেট ছবিসহ ভোটার তালিকা মুদ্রণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে সরকারি ক্রয় নীতিমালা, (পিপিআর ২০০৮ ও পিপিএ ২০০৬) অনুসরণপূর্বক ভোটার তালিকা মুদ্রণের ব্যবস্থা করতে হবে। এতে আরও বলা হয়েছে, সম্ভাব্য প্রার্থীগণ ছবিছাড়া ভোটার তালিকার সিডি ক্রয় করে তা হতে ছবিছাড়া ভোটার

ছবিসহ ভোটার তালিকা মুদ্রনের নির্দেশ ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল সংসদীয় আসনের জন্য ছবিসহ ভোটার তালিকা মুদ্রনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সংক্রান্ত চিঠি সকল জেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো.নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য ৩০০টি নির্বাচনি এলাকার চূড়ান্ত সর্বশেষ হালনাগাদকৃত ছবিসহ ও ছবিছাড়া ভোটার তালিকার পিডিএফ কপি মাঠ পর্যায়ের কার্যালয়ে সরবরাহ কার্যক্রম চলমান। ওই পিডিএফ কপি হতে দেশব্যাপী ৩০০টি আসনের সীমানা ও ভোটার এলাকার সীমানা অনুসারে সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার কর্তৃক তাঁর অধিক্ষেত্রাধীন সংসদীয় আসনসমূহের জন্য ৫ সেট ছবিসহ ভোটার তালিকা মুদ্রণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে সরকারি ক্রয় নীতিমালা, (পিপিআর ২০০৮ ও পিপিএ ২০০৬) অনুসরণপূর্বক ভোটার তালিকা মুদ্রণের ব্যবস্থা করতে হবে।

এতে আরও বলা হয়েছে, সম্ভাব্য প্রার্থীগণ ছবিছাড়া ভোটার তালিকার সিডি ক্রয় করে তা হতে ছবিছাড়া ভোটার তালিকা মুদ্রণ করে তাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করবেন। প্রতিটি আসনে অন্তর্ভুক্ত প্রতিটি ইউনিয়ন, পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়ার্ডকে একেকটি ইউনিট ধরে প্রতিটি ইউনিট ৫০০ টাকা টাকা হারে প্রার্থীরা সিডি ক্রয়ের জন্য নির্ধারিত কোডে সরকারি কোষাগারে জমা প্রদান করবেন।

এতে ভোটার তালিকার সঠিকতা নিশ্চিত করার কথা উল্লেখ করে বলা হয়েছে, সরবরাহকৃত চূড়ান্ত সংশোষিত ভোটার তালিকার (কভার পেইজ, উপজেলা/থানা, ইউনিয়ন/পৌরসভা, ওয়ার্ড নম্বর ভোটার এলাকার নাম, ভোটার এলাকার কোড নম্বর, পুরুষ তালিকায় মহিলা এবং মহিলা তালিকায় পুরুষ সংমিশ্রন, ভোটার ক্রমিক নম্বরের ধারাবাহিকতা ইত্যাদি) সঠিকতা সম্পর্কে নিশ্চিত হয়ে প্রত্যয়নপত্র প্রদান করতে হবে, এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে। উপজেলা/থানা নির্বাচন অফিসার পিডিএফ কপি যাচাইয়ের পর সঠিক আছে মর্মে প্রত্যয়ন প্রদান করলে চূড়ান্তভাবে প্রিন্টিং করতে হবে এবং প্রিন্টেড কপি যথাযথ যাচাই করে কাগজ, কালি, বাঁধাই এবং প্রিন্টিং এর গুনগত মান সঠিক আছে মর্মে সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারগণ প্রত্যয়নপত্র প্রদান করবেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাগণ তাঁর আওতাধীন জেলাসমূহে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা মোতাবেক যথাযথভাবে মুদ্রণ হচ্ছে কিনা তা তদারকি নিশ্চিত করবেন।

প্রার্থীর ভোটার তালিকার সিডি ক্রয়ের বাধ্যবাধকতা থাকার কথা উল্লেখ করে এতে বলা হয়েছে, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্রের সাথে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার তালিকার সিডি ক্রয়ের বাধ্যবাধকতা থাকায় সংশ্লিষ্ট কার্যালয়সমূহে পর্যাপ্ত সংখ্যক ছবিছাড়া চূড়ান্ত ভোটার তালিকার সিডি প্রস্তুত রাখবেন। প্রার্থীদেরকে মনোনয়নপত্র গ্রহণের পূর্বে বা মনোনয়নপত্রের সাথে প্রাথমিকভাবে চূড়ান্তকৃত ছবিছাড়া ভোটার তালিকার সিডি সরবরাহ করবেন। পরবর্তীতে আউট কান্ট্রি ভোটিং (ওসিভি) এবং ইন কান্ট্রি ভোটিং এর মাধ্যমে পোস্টাল ভোট প্রদানের নিমিত্ত রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ওয়াটার মার্ক/জলছাপ চিহ্নিত ছবিছাড়া ভোটার তালিকা প্রার্থীদেরকে পুনরায় সরবরাহ করবেন। তবে প্রার্থীরা কেবলমাত্র একবারই ভোটার তালিকার ফি জমা প্রদান করবেন অর্থাৎ ওসিভি ও আইসিভি ওয়াটার মার্ক/জলছাপ চিহ্নিত ছবিছাড়া ভোটার তালিকা সরবরাহের জন্য পুনরায় ভোটার তালিকার ফি পরিশোধ করতে হবে না।

সবশেষে ভোটার হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭। মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow