ছাগল হত্যার অভিযোগে যুবক কারাগারে

4 hours ago 1
বগুড়ার শেরপুরে ছাগল কুপিয়ে হত্যা এবং দুটি ছাগলকে আঘাত করার অভিযোগে সজিব হাসান (৩০) নামের যুবককে আটক করেছে পুলিশ।  বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে অভিযান চালিয়ে সজিবকে আটক করা হয়।  পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সজিব উপজেলার চকধলী এলাকার আব্দুর রহমান বাটুর ছেলে। জানা গেছে, গত ১৪ আগস্ট সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামের আল মাহমুদের স্ত্রী জাহেদা খাতুন তিনটি ছাগল নিয়ে গ্রামের বাঙালি নদীর শস্যবিহীন চর এলাকায় ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেন। দুপুরে ছাগল নিয়ে সজিবের বাড়ির পাশ দিয়ে ফিরছিলেন। এ সময় একটি ছাগল কলাগাছের পাতা খায়। ক্ষুব্ধ হয়ে ধারালো দা দিয়ে ছাগলকে কুপিয়ে হত্যা করে অভিযুক্ত সজিব। আরও দুটি ছাগলকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। বাধা দিতে গেলে ছাগল মালিক জাহেদা খাতুন ও তার সন্তানকে হত্যার জন্য ধাওয়া দেয় সজিব।  এ ঘটনায় চকধলী গ্রামের আল মাহমুদ বাদী হয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে শেরপুর থানায় ছাগল হত্যা মামলা করেন। শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Read Entire Article