ছাতক সিমেন্ট কোম্পানিতে দ্রুত উৎপাদনের কাজ শুরু হবে: শিল্প উপদেষ্টা

আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও জ্বালানি সাশ্রয়ের ফলে রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান আরও লাভজনক ও টেকসই হবে বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয়,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এসময় তিনি আরও বলেন,ছাতক সিমেন্ট কোম্পানিতে দ্রুত উৎপাদনের কাজ শুরু হবে। সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুরে উপদেষ্টা ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড (সিসিসিএল) এর কারখানা পরিদর্শন করে তিনি কথা গুলো বলেন। এর পূর্বে সকাল থেকে সুনামগঞ্জে এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন “ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন” শীর্ষক প্রকল্পের আওতায় ছাতক থেকে কাটাখালী (RHD) ভায়া দোয়ারাবাজার সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন। তিনি চলমান কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ছাতক সিমেন্টের ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরকরণ প্রকল্প পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা আদিলুর র

ছাতক সিমেন্ট কোম্পানিতে দ্রুত উৎপাদনের কাজ শুরু হবে: শিল্প উপদেষ্টা

আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও জ্বালানি সাশ্রয়ের ফলে রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান আরও লাভজনক ও টেকসই হবে বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয়,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

এসময় তিনি আরও বলেন,ছাতক সিমেন্ট কোম্পানিতে দ্রুত উৎপাদনের কাজ শুরু হবে। সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুরে উপদেষ্টা ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড (সিসিসিএল) এর কারখানা পরিদর্শন করে তিনি কথা গুলো বলেন। এর পূর্বে সকাল থেকে সুনামগঞ্জে এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন “ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন” শীর্ষক প্রকল্পের আওতায় ছাতক থেকে কাটাখালী (RHD) ভায়া দোয়ারাবাজার সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন। তিনি চলমান কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ছাতক সিমেন্টের ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরকরণ প্রকল্প পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে তিনি আরও জানান,নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করা,প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি আরও জানান,আমার সময় ও কম এই কম সময়ের মধ্যেই যে সব এলাকায় শিল্প কারখানা করা যায় তা করবো। পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়,এলজিইডি, সিসিসিএল এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন উপদেষ্টা। পরে সুনামগঞ্জের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় কার্যক্রম পরিদর্শন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow