ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে দেশ ছাড়ার মতো অবস্থায় তারকা খেলোয়াড়

3 weeks ago 14

গত ডিসেম্বর থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে সার্বিয়ার শিক্ষার্থীরা। ছাত্রদের এই আন্দোলনে সমর্থন দিয়ে বিপাকে তারকা খেলোয়াড় নোভাক জোকোভিচ। আন্দোলনের পক্ষে থাকায় সার্বিয়া প্রশাসনের চোখে তিনি এখন পরিণীত হয়েছেন ‘শত্রু’তে।  

দেশটির একটি সংবাদমাধ্যমে জোকোভিচকে ‘দেশবিরোধী’ বলা হয়েছে। বেশ চাপের মুখে জোকোভিচ এমন অবস্থায় পড়েছেন যে দেশও ছাড়তে হতে পারে তাকে। গুঞ্জন রয়েছে, পরিবার নিয়ে গ্রিসে চলে যেতে পারেন তিনি। 

দেশটির একাধিক গণমাধ্যমের খবর, নোভাক জোকোভিচ দেশ ছাড়তে চাইলে সার্বিয়া সরকার তাকে বাধা দেবে না। তারকা এই খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ, সার্বিয়ার জন্য তার কোনো অবদান নেই। ৩৮ বছরের এই টেনিস খেলোয়াড়ের গতিবিধির উপর নজর রাখছে প্রশাসনও। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে নিজের দেশেই আর নিজেকে সুরক্ষিত মনে করছেন না জোকোভিচ। পরিবারের সুরক্ষা এবং ভবিষ্যৎ নিশ্চিত করতে গ্রিসের অ্যাথেন্সে চলে যেতে পারেন তিনি।

উল্লেখ্য, গত জানুয়ারিতে জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর সেটি ছাত্র আন্দোলনে নিহত এক ছাত্রকে উৎসর্গ করেছিলেন। শুধু তাই নয়, বেলগ্রেড বাস্কেটবল ডার্বি দেখতে ‘স্টুডেন্টস অ্যান্ড চ্যাম্পিয়ন্স’ লেখা সংবলিত টি-শার্ট পরে গিয়েছিলেন তিনি। 
 

Read Entire Article