ছাত্র আন্দোলনে হামলা, ইউপি সদস্য গ্রেপ্তার

1 month ago 17
বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার অভিযোগে করা মামলায় ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইয়াসিন উল কবির ওরফে বকুলকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।  রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা দাখিল মাদ্রাসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। ইয়াসিন উল কবির উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। তার বাড়ি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামে। থানা সূত্র জানায়, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে পুলিশ শাহবন্দেগী ইউনিয়নে অভিযান চালিয়ে বকুলকে গ্রেপ্তার করে। তিনি গত ১৭ জুলাই ধুনটরোড বাসস্ট্যান্ড মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বিস্ফোরণ ঘটিয়ে হামলার অভিযোগে করা মামলার অন্যতম আসামি ছিলেন। এ ঘটনায় গত ২ নভেম্বর শেরপুর থানায় মামলা করেন আন্দোলনের নেতা রিফাত সরকার, যার বাড়ি উপজেলার খন্দকারটোলা গ্রামে। এজাহারে ১৪৭ জনের নাম উল্লেখ করা হয়, পাশাপাশি অনেক অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়। শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘গত ২ নভেম্বর করা মামলায় গ্রেপ্তার ইয়াসিন উল কবির ওরফে বকুলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’  
Read Entire Article