ছাত্র আন্দোলনে হামলা, চট্টগ্রামে ছাত্রলীগ নেতা গ্রেফতার

3 weeks ago 18

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থানার অভিযোগে হাসান লিটন (২৫) নামে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোডের খরমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাসান লিটন ওই এলাকার মো. সেকান্দরের ছেলে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি মো. আফতার উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের সদস্য হাসান লিটনকে গ্রেফতার করে হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

এমডিআইএইচ/জেএইচ

Read Entire Article