ছাত্র আন্দোলনে হামলা মামলায় চট্টগ্রামে যুবলীগের সদস্য গ্রেফতার

1 day ago 6

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলায় চট্টগ্রামে মো, এরশাদ আলম (৪০) নামে যুবলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাতে নগরীর চান্দগাঁও থানাধীন উত্তর চান্দগাঁও শংকর দেওয়ানজীরহাট এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এরশাদ ওই এলাকার মৃত ইব্রাহিমের ছেলে।

চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে চান্দগাঁও থানার এক মামলায় এরশাদ আলমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরণ আইনে মামলা রয়েছে। তিনি বলেন, এরশাদ নগরীর ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসরারুলের ঘনিষ্ঠ হিসেবে বিগত সময়ে নানান অপরাধে জড়িত।

আজ তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

এমডিআইএইচ/এসএনআর/জেআইএম

Read Entire Article