বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বীর আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বীর সন্তানেরা অসম্ভবকে সম্ভব করেছে। এই বিজয় নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।
বুধবার (৭ আগস্ট) দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে দলটির পক্ষ থেকে এক ভিডিও বার্তায় বেগম খালেদা জিয়া এসব কথা বলেন।
- আরও পড়ুন
- ধ্বংস নয়, শান্তি চাই: খালেদা জিয়া
- অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠনের দাবি ফখরুলের
- বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন ড. ইউনূস
স্বৈরাচার সরকারের হাত থেকে এই আন্দোলনকারীরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছে বলে তিনি দাবি করেন। ধ্বংস প্রতিহিংসা প্রতিশোধ থেকে বিরত থেকে গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর জনসাধারণের সঙ্গে কথা বলতে পারার জন্য বক্তব্যের শুরুতেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন বেগম খালেদা জিয়া।
কেএইচ/এমআরএম/জিকেএস