বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেছেন, আমরা এখন একটি নতুন ছাত্র আন্দোলন পেয়েছি, যা ছাত্র রাজনীতির ভবিষ্যৎ পুনর্গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে আবদুল হান্নান মাসউদ লিখেন, ‘আমরা ছাত্র কল্যাণকে অগ্রাধিকার দিয়ে ছাত্র রাজনীতি পুনর্নির্মাণের উদ্যোগ সাধুবাদ জানাই। দলীয় রাজনীতির শিকার হয়ে বহু ছাত্র-ছাত্রীর প্রাণহানির ঘটনা দেশের জন্য একটি গভীর দুঃখজনক অধ্যায়, যা সংস্কারের প্রয়োজনীয়তা খুবই স্পষ্ট।’
- আরও পড়ুন
হট্টগোলের মধ্যেই নতুন ছাত্রসংগঠনের কমিটি
সরকার টিকে আছে জনগণের সমর্থন-সহযোগিতায়: আসিফ মাহমুদ
তিনি লিখেন, ‘যদিও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশীজনের পক্ষ থেকে কিছু উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তবুও আমরা আশা করি যে একটি পারস্পরিক লাভজনক সমাধান আসবে। যা বিপ্লবের পর দেশের জাতীয় রাজনৈতিক স্থিতি প্রতিষ্ঠিত করবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আরও লিখেন, ‘উৎসাহব্যঞ্জক খবর হচ্ছে, আমরা এখন একটি নতুন ছাত্র আন্দোলন পেয়েছি, যা ছাত্র রাজনীতির ভবিষ্যৎ পুনর্গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।’
এনএস/কেএসআর