‘ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় নির্বাচনে আস্থা তৈরি হবে’
ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করলেই জাতীয় নির্বাচনের বিষয়ে জনগণের মাঝে আস্থা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় নির্বাচন উপলক্ষে দলটির চট্টগ্রাম মহানগরীর নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান জামায়াতে ইসলামীর এ নেতা।
ছাত্রসমাজ উৎসবমুখর পরিবেশে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে দাবি করে সমাবেশের সভাপতি নজরুল ইসলাম বলেন, যারা নির্বাচিত হয়েছেন তাদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। ছাত্রসমাজের প্রতিনিধি হিসেবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
গণতান্ত্রিক চর্চার ভিত্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই গড়ে তুলতে হবে জানিয়ে নগরীর ভারপ্রাপ্ত আমির বলেন, দীর্ঘদিন ধরে জনগণের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে যে অনীহা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে হলে গণতান্ত্রিক চর্চার ভিত্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই গড়ে তুলতে হবে। যদি ছাত্ররা অবাধে প্রার্থী বাছাই করতে পারে, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তবে সেই আস্থা স্বয়ংক্রিয়ভাবে জাতীয় পর্যায়েও প্রতিফলিত হবে। তাই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর উচিত ন্যূনতম হস্তক্ষেপ না করা এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা খাইরুল বাশার ও মুহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী প্রমুখ।