ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ

3 months ago 15

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (১৪ মে) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও একাডেমিক ভবন প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

প্রতিবাদ সমাবেশে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুকন উদ্দিন বলেন, আমাদের ভাই সাম্য হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। সরকার যদি এর বিচার করতে না পারে তাহলে পদত্যাগ করা উচিত। নিরাপত্তার ব্যর্থতার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ভিসিকেও পদত্যাগ করা উচিত।

শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, আমরা ছাত্রদল নেতার হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। এখনো বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা বসে আছে। আমরা সব জায়গা থেকে এসব দোসরদের অপসারণ চাই।

ইরফান উল্লাহ/জেডএইচ/জিকেএস

Read Entire Article