ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তের কোপে গুরুতর আহত হয়েছেন বাবু নামের এক ছাত্রদল নেতা। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার শাক্তা ইউনিয়নের ওয়াশপুর ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
আহত বাবু (২৪) শাক্তা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক। শাক্তা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাওশাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা ওয়াশপুর এলাকায় একটি মিটিংয়ে ছিলাম। এ সময় ১ নম্বর ওয়ার্ড ছাত্রদল সাধারণ সম্পাদক বাবু দোতলা থেকে নিচে নামলে কে বা কারা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন, ঘটনাটি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তের কোপে গুরুতর আহত হয়েছেন বাবু নামের এক ছাত্রদল নেতা। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার শাক্তা ইউনিয়নের ওয়াশপুর ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
আহত বাবু (২৪) শাক্তা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক। শাক্তা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাওশাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা ওয়াশপুর এলাকায় একটি মিটিংয়ে ছিলাম। এ সময় ১ নম্বর ওয়ার্ড ছাত্রদল সাধারণ সম্পাদক বাবু দোতলা থেকে নিচে নামলে কে বা কারা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন, ঘটনাটি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।