ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

2 hours ago 3

নরসিংদীতে ভাটপাড়া এনসি গুপ্ত হাইস্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ময়নাল হোসেনকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকায় পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এ সময় স্কুলের বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে সাবেক শিক্ষার্থীরাও অংশ নেয়।

শিক্ষার্থীরা জানায়, ভাটপাড়া এনসি গুপ্ত হাইস্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ময়নাল হোসেন বাড়ি নির্মাণ করছেন। এই বাড়ি নির্মাণকাজে পাঁচদোনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী জুয়েল ঘোষ চাঁদা দাবি করছিলেন। তিনি বাড়ি নির্মাণকাজের সামগ্রী সরবরাহ করতে চাইছিলেন কিন্তু ময়নাল হোসেন তাতে রাজি হয়নি। 

এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালে ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে জুয়েলের নেতৃত্বে সোহাগ, ফরিদ মিয়া, রিপনসহ অজ্ঞাতনামারা শিক্ষক ময়নাল হোসেনের ওপর হামলা করে। এ সময় তার ছেলেকেও মারধর করা হয়। বিষয়টি বিদ্যালয়ে জানালে শিক্ষকরা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ময়নাল হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে মাধবদী থানার লিখিত অভিযোগ দেয় করেন। 

এরই অংশ হিসেবে রোববার সকালে শিক্ষার্থীরা অভিযুক্ত ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল ঘোষকে গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবিতে সড়কে নামে। এ সময় শিক্ষার্থীরা গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। ফলে সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যাতে দুভোর্গে পড়েন সাধারণ যাত্রীরা।

পরে দুপুর দেড়টায় ঘটনাস্থলে এসে সেনাবাহিনী অভিযুক্তকে গ্রেপ্তার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। 
 

Read Entire Article