ছাত্রদলকে সুবিধা দিতেই মনোনয়নপত্র গ্রহণের সময় বাড়ানো হয়েছে: বাকের

5 days ago 16

অভ্যন্তরীণ কোন্দলের কারণে ছাত্রদল এখনো তাদের ডাকসু প্যানেল চূড়ান্ত করতে পারেনি। তাদের বাড়তি সুবিধা দিতেই ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।

সোমবার (১৮ আগষ্ট) রাত ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

এর আগে, সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা একদিন করে বাড়ানোর ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন।

আবু বাকের মজুমদার বলেন, আজ ছাত্রদলের কবি জসিমউদদীন হল শাখার আহ্বায়ক তানভীর বারী হামিম অর্ধশতাধিক সমর্থক নিয়ে মনোনয়ন ফরম তুলতে যান। যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি বলেন, ফজিলাতুন্নেছা মুজিব হলে সময় শেষ হওয়ার পরে কয়েকজন মনোনয়ন ফরম তুলতে যান। এ সময় সচেতন শিক্ষার্থীরা তাদের বাধা দেন। কিন্তু ছাত্রদল এটিকে মব আখ্যা দেয় এবং লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দাবি করে। আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্রদলের কথামতো ওই সচেতন শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে।

এ সময়, তিনি গণতান্ত্রিক ছাত্রসংসদ ওই সচেতন শিক্ষার্থীদের পাশে আছে বলে আশ্বাস দেন।

সংগঠনটির ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, আজ যে ব্যক্তি আআচরণবিধি ভঙ্গ করেছেন, তিনি কেবল তা করেই ক্ষান্ত হননি, বরং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে বেড়াচ্ছেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কারও সঙ্গে আলোচনা ছাড়া হঠাৎ করে সময় বাড়িয়েছে। এর মাধ্যমে ছাত্রদলকে এক্সট্রা সুবিধা দেওয়া হচ্ছে।

কাদের বলেন, আজ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসুতে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছে। যেটিকে আমরা ডাকসু বানচালের প্রচেষ্টা হিসেবে দেখি এবং এই ধরনের বক্তব্যের মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর একধরনের প্রেশার তৈরি করা হচ্ছে যা সত্যিকার অর্থে ডাকসুর লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার পরিস্থিতি তৈরি করছে।

এফএআর/এএমএ

Read Entire Article