ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা

3 months ago 73

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে ছাত্রদলে যোগ দিয়েছেন পাঁচজন। তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

শনিবার (২৪ মে) রাত ৯টার দিকে নগরীর হরিকিশোর রায় রোড এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে মহানগর ছাত্রদলের এক সভায় এ যোগদান অনুষ্ঠান হয়।

রোববার (২৫ মে) সন্ধ্যায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন নবগঠিত মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়।

ছাত্রদলে যোগ দেওয়া পাঁচজন হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সংগঠক কাউসার হাসান, মহানগর কমিটির সহ-মুখপাত্র রিশাদুল আলম, সদস্য ফারদিন আলম, নামি আহমেদ ও বাঁধন রহমান।

নবগঠিত মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় বলেন, যোগদান অনুষ্ঠানে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাকির আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত ইসলাম। এসময় আমিও ছিলাম। এছাড়া ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মো. রাফসান সামিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ছাত্রদলে যোগ দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সংগঠক কাউসার হাসান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। জীবনবাজি রেখে রাস্তায় নেমেছি। স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করেছি। মন থেকে জাতীয়তাবাদী আদর্শ লালন করার কারণে ছাত্রদলে যোগদান করেছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সহ-মুখপাত্র রিশাদুল আলম বলেন, জাতীয়তাবাদী আদর্শ লালন করে বিভিন্ন লড়াই-সংগ্রামে অংশগ্রহণ করেছি। জুলাই-আগস্ট আন্দোলনেও অংশগ্রহণ করেছি। আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পদায়ন করা হয়েছে। ফলে পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক অলি উল্লাহ বলেন, আমাদের কেউ অন্য দলে যোগ দিতে চাইলে, জোর করে তাদের আমাদের প্ল্যাটফর্মে রাখা সম্ভব নয়।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জিকেএস

Read Entire Article