ছাত্রদলের অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিত থাকতে অধ্যক্ষের নোটিশ

2 months ago 6

সম্প্রতি বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি হয়েছে। এ কমিটির সংবর্ধনা অনুষ্ঠান হতে যাচ্ছে বুধবার (২ জুলাই)। এই অনুষ্ঠানে অংশ নিতে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর আমন্ত্রণ জানিয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে অধ্যক্ষের সই করা এ সংক্রান্ত একটি নোটিশ দেখতে পাওয়া যায়। বিষয়টি বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে অধ্যক্ষ বলছেন, এটি ভুল করে হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানটির স্থান নির্ধারণ করা হয়েছে কলেজের অনার্স ভবনের মুক্তমঞ্চে। অনুষ্ঠানটির বিবরণ দিয়ে অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীরের একটি নোটিশ কলেজের ওয়েবসাইটে প্রকাশ হয়।

এতে বলা হয়েছে, ‘ছাত্রদলের পক্ষ থেকে কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।’

অথচ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এর বিধি-২৫(১) অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক দলের বা তাদের অঙ্গসংগঠনের সদস্য হতে পারবেন না। এছাড়া বিধি-২৫(৩) অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী নির্বাচনে প্রচারণা বা অন্য কোনোভাবে হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করতে পারবেন না।

এ বিষয়ে জানতে চাইলে প্রফেসর মো. শওকত আলম মীর বলেন, আমার ভুলবশত হয়েছে। এটা আমি প্রত্যাহার করছি।

এলবি/জেডএইচ/এএসএম

Read Entire Article