ছাত্রদলের তথ্যে ছাত্রলীগ আটক, শিবির ও বৈছাআর বাধা

2 months ago 6
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগে সম্পৃক্ততার অভিযোগে বাঙলা কলেজের বাংলা বিভাগের এক শিক্ষার্থীকে আটক করে থানায় সোপর্দ করেছে কলেজ ছাত্রদল। আটক শিক্ষার্থীর নাম হিমেল খন্দকার। তিনি বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হয়ে তিনি দীর্ঘদিন ক্যাম্পাসে সক্রিয় ছিলেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রমে অংশ নিতেন। বুধবার (২৫ জুন) দুপুরে কলেজ প্রাঙ্গণে তাকে চিহ্নিত করে ছাত্রদলের কর্মীরা আটক করেন। পরে পুলিশে সোপর্দ করার সময় বাধা দেয় ইসলামী ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্য। এবিষয়ে বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান বলেন, হিমেল খন্দকারের সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততা ছিলো তাই আমরা পুলিশে সোপর্দ করি। তিনি আরও বলেন, হিমেলকে থানায় নিয়ে যাওয়ার সময় বাঙলা কলেজ ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাধা সৃষ্টি করে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হিমেলকে দারুসসালাম থানা হেফাজতে নিয়ে যায়। এবিষয়ে জানতে চাইলে দারুসসালাম থানার ওসি কালবেলাকে বলেন, অভিযুক্ত শিক্ষার্থীর ব্যাপারে আনিত অভিযোগ গুলোর সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে এখনো কলেজ প্রশাসন থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Read Entire Article