আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে ছাত্রদলের দুগ্রুপের মধ্যে তিন দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচটি ককটেলের বিস্ফোরণ হয়। এতে ছাত্রদলের ১১ নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় কলেজ ছাত্রদলের দুই কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ও দুপুরে সরকারি গৌরনদী কলেজ ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শুক্রবার দুপুরে ছাত্রদলের একাধিক নেতা ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সরকারি গৌরনদী কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানভির হাসান তানিমের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।
ওই বিরোধের জেরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে বসে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের সমর্থক ছাত্রদল কর্মী মুহিন সরদারকে মারধর করে সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানভির হাসান তানিমের ছয়-সাতজন সমর্থক।
এ খবর পেয়ে ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনের নেতৃত্বে ছাত্রদলের ১০ থেকে ১২ কর্মী-সমর্থক কলেজ ক্যাম্পাসে পাল্টা হামলা চালিয়ে কলেজ ছাত্রদল নেতা তানভির হাসান তানিম, ছাত্রদল কর্মী ইয়াসিন আরাফাত, লিমন ইসলাম ও অমিতকে মারধর করে।
এ হামলার প্রতিবাদে কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইত্তেসাম পারভেজ ও সদস্য সচিব তানভির হাসান তানিমের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক সন্ধ্যা ৬টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গৌরনদী বাসস্ট্যান্ডে পৌঁছেন। এ সময় ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনের নেতৃত্বে ২০ থেকে ২৫ নেতাকর্মী দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিছিলের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষ পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পাঁচ-ছয়টি ককটেল বিস্ফোরিত হয়।
তিন দফা পাল্টা হামলায় ছাত্রদলের মোট ১১ নেতাকর্মী আহত হয়। এর মধ্যে গুরুতর আহত ছাত্রদল কর্মী আরিফ মৃধা, মান্নানকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আল-আমিন জানান, কয়েকজন বহিরাগত সন্ত্রাসী বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল নেতা তানভির হাসান তানিম, কর্মী ইয়াসিন আরাফাতের ওপর ও সন্ধ্যায় কলেজ ছাত্রদলের মিছিলের ওপর হামলা চালায়। এ হামলার সঙ্গে ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত নাই।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ও গৌরনদী ক্যাম্পের একদল সেনাসদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।