ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়রায় প্রীতি ফুটবল ম্যাচ

2 weeks ago 13

খুলনার কয়রায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কয়রা উপজেলা ছাত্রদল এই খেলার আয়োজন করে। 

সাবেক ছাত্রদল ও বর্তমান ছাত্রদলের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় সাবেক ছাত্রদল একাদশ ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসান, আলহাজ মনিরুজ্জামান বেল্টু, আলহাজ আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা শেখ সালাউদ্দিন লিটন, কোহিনুর আলম, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাইদ মালী, যুবদল নেতা ইসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, ইউনুস আলী, আনারুল ইসলাম ডাবলু, আছাদুল ইসলাম, মিজানুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, মহাসিন হোসেন, ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্যাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্রনেতা ইমরান হোসেন প্রমুখ।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মনিরুজ্জামান বেল্টু। খেলা পরিচালনা করেন, শিক্ষক মিহির কান্তি মন্ডল, আ. রাজ্জাক ও মো. শফিকুল ইসলাম।

Read Entire Article