ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, মুনাফেকি চরিত্রের রাজনীতি করছে একটি ইসলামিক ছাত্র সংসগঠন। ‘যাহা লাউ তাহাই কদু’ অবস্থা দাঁড়িয়েছে। ছাত্রসংসদগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগ শিবিরের দ্বারা পুনর্বাসিত হচ্ছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অস্বচ্ছল-অসহায়-দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন সরকারি ও বেসরকারি মেডিকেলের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি এবং বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির সদস্য ডা. তৌহিদুর রহমান আউয়াল। ডা. আউয়াল বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা আমরা বেগম খালেদা জিয়ার কাছ থেকেই শিখেছি। সমগ্র বাংলাদেশকেই নিজের পরিবার ভাবতেন খালেদা জিয়া। ৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার ৩৯ দিনের মাথায় ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর তার সাহসী ভূমিকার কারণে সকলেই ত্রাণ সহযোগিতা পেয়েছিল। নিজের সন্তান অস্ট্রেলিয়ায় পিৎজা ডেলিভারির কাজ করলেও বাংলাদেশের মানুষ
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, মুনাফেকি চরিত্রের রাজনীতি করছে একটি ইসলামিক ছাত্র সংসগঠন। ‘যাহা লাউ তাহাই কদু’ অবস্থা দাঁড়িয়েছে। ছাত্রসংসদগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগ শিবিরের দ্বারা পুনর্বাসিত হচ্ছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অস্বচ্ছল-অসহায়-দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন সরকারি ও বেসরকারি মেডিকেলের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতারা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি এবং বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির সদস্য ডা. তৌহিদুর রহমান আউয়াল।
ডা. আউয়াল বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা আমরা বেগম খালেদা জিয়ার কাছ থেকেই শিখেছি। সমগ্র বাংলাদেশকেই নিজের পরিবার ভাবতেন খালেদা জিয়া। ৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার ৩৯ দিনের মাথায় ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর তার সাহসী ভূমিকার কারণে সকলেই ত্রাণ সহযোগিতা পেয়েছিল। নিজের সন্তান অস্ট্রেলিয়ায় পিৎজা ডেলিভারির কাজ করলেও বাংলাদেশের মানুষকে কষ্ট করতে দেন নাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. মিজান রহমান, শেরেবাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. রেজওয়ান তাহসিন সীমান্ত, রংপুর মেডিকেল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. আমিনুর রহমান রনি, ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ডা. শাকিল, সাধারণ সম্পাদক ডা. মোস্তাকিম, শেবাচিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. আবু তালহা ফয়সাল, সহসভাপতি ডা. ফিরোজ, বেসরকারি মেডিকেল কলেজ কলেজ ছাত্রদল নেতা ডা. সাব্বির আহমেদ, ডা. আশরাফুল আলম প্রিন্স, ডা. সাব্বির শরীফ শাকিল, ডা. শাওন সিকদার, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডা. জাকারিয়া পারভেজ, ছাত্রদল নেতা শাহ পরান, মিরাজ হোসেন, আবু সুফিয়ান রোহান, আশরাফুল আসাদ, সাগর, রুবেল, রাফিসহ অনেকেই।
What's Your Reaction?