ছাত্রলীগের হামলায় তিন ছাত্রশিবির কর্মী আহত

4 days ago 9

‌পি‌রোজপু‌রের ইন্দুরকানীর বা‌লিপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় ছাত্রশি‌বি‌রের তিন কর্মী আহত হ‌য়ে‌ছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দি‌কে উপ‌জেলার বা‌লিপাড়া ভূ‌মি অফিসের সাম‌নে এ হামলার ঘটনা ঘ‌টে। 

আহতরা হ‌লেন- ত‌রিকুল ইসলাম (২৫), রিয়ান (১৬) ও সাইদুল ইসলাম (১৮)।

ইন্দুরকানী উপজেলা ছাত্রশি‌বি‌রের সভাপ‌তি আশরাফুল ইসলাম ব‌লেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দি‌কে আমরা সাংগঠ‌নিক কার্যক্রম সম্পন্ন ক‌রে বা‌ড়ি ফেরার প‌থে আমা‌দের ওপ‌র হামলা ক‌রে ছাত্রলীগ।

আহত সাইদুল ইসলাম ব‌লেন, রা‌তে আমা‌দের তিনজন‌কে পেয়ে আমা‌দের ওপ‌রে হঠাৎ ক‌রে দেশীয় অস্ত্র নি‌য়ে হামলা ক‌রে। তারা এর আগে আমা‌দের‌ সামা‌জিক যোগা‌যোগমাধ‌্যমে বি‌ভিন্ন ধর‌নের হুমকি দি‌য়ে‌ আস‌ছিল।

ইন্দুরকানী থানার ওসি মারুফ হো‌সেন কালবেলাকে ব‌লেন, শুক্রবার রা‌তে বা‌লিপাড়ায় এক‌টি হামলার ঘটনা ঘটেছে। আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। আহতরা দাবি কর‌ছেন, হামলাকারীরা সবাই ছাত্রলীগ কর্মী।

Read Entire Article