ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

13 hours ago 5
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হক ও সহসভাপতি শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সরকারি মোজহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ এলাকার পেছনের একটি সড়কের অন্ধকারে দাঁড়িয়ে ছিলেন নাজমুল হক। এ সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এছাড়া রাত ১০টার দিকে কলাপট্টি খেয়াঘাট এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়।  কলাপাড়া থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, সাবেক ছাত্রলীগ নেতা নাজমুলের নামে মামলা রয়েছে। নাজমুলসহ ছাত্রলীগের সহসভাপতি মো. শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। আইনপ্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
Read Entire Article