ছাত্রশিবির একজন শিক্ষার্থীকে নৈতিকতা শিক্ষা দেয় : জাহিদুল ইসলাম

2 months ago 6
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রশিবির একজন শিক্ষার্থীকে নৈতিকতা শেখায় ও তার চর্চা নিশ্চিত করে। ছাত্রশিবির বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নেয়ামত। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। বৃহস্পতিবার (১২ জুন) সকালে ছাত্রশিবির ফেনী জেলা শাখার উদ্যোগে সোনাগাজীর বগাদানা ইউনিয়নের ওসমানিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে ঈদ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জাহিদুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে সহায়ক; আমরা এ চেতনাকে ভুলব না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হান্নান, উপজেলা আমির মোহাম্মদ মোস্তফা, সহকারী সেক্রেটারি বেলায়েত হোসেন, শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, সাবেক প্রচার সম্পাদক খালেদ মাহমুদ ও সাবেক এইচআরডি সম্পাদক শরিফুল ইসলাম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শিবিরের ফেনী জেলা সভাপতি আবু হানিফ হেলাল। সঞ্চালনা করেন শিবিরের ফেনী জেলা শাখার সেক্রেটারি ইমাম হোসেন আরমান। উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক জামায়াতে ইসলামী ও শিবির কর্মী ও শুভানুধ্যায়ী।
Read Entire Article