ছাত্রাবাসে উঠতে গিয়ে ছাত্রদলের বাধার মুখে শিক্ষার্থীরা

4 hours ago 3

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের নেতাকর্মীদের বাধায় ছাত্রাবাসে উঠতে পারছেন না সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে শিক্ষার্থীরা ছাত্রবাসে উঠতে গেলে এ ঘটনার সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ বলেন, ‘চট্টগ্রাম পলিটেকনিকে ছাত্রবাসে ওঠা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। সেখানে আমাদের একটি দল আছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’

চট্টগ্রাম পলিটেকনিক, ছাত্রাবাসে উঠতে গিয়ে ছাত্রদলের বাধার মুখে শিক্ষার্থীরা

এর আগে ১৫ বছর পর গতকাল বুধবার দুটি ছাত্রাবাসের জন্য নির্বাচিত ছাত্রদের তালিকা প্রকাশ করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট প্রশাসন। তালিকায় নির্বাচিত শিক্ষার্থীরা আজ দুপুরে ছাত্রবাসে উঠতে গেছে ছাত্রদল নেতাকর্মীদের বাধার মুখে পড়েন।

ছাত্রাবাস খোলার জন্য কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন চট্টগ্রাম পলিটেকনিকের শিক্ষার্থীরা। গত সোমবার তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা হয়নি। যে কারণে দ্বিতীয় দিনের মতো বুধবারও শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন তাদের সঙ্গে প্রতিশ্রুতি দিলেও ছাত্রদলের এক অংশের চাপের কারণে ছাত্রাবাস খোলার কাজ বিলম্বিত হয়েছে। এখন তালিকা প্রকাশ হলেও তাদের হলে উঠতে দেওয়া হচ্ছে না।

এএজেড/কেএসআর/জেআইএম

Read Entire Article