ছাত্রী সেজে শিক্ষক অপহরণ, অতঃপর...

2 months ago 10

বগুড়ায় ছাত্রী পরিচয়ে শিক্ষককে অপহরণের ঘটনায় মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২২ জুন) রাতে শহরের খান্দার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে ১৫ জুন বগুড়া আজিজুল হক কলেজ গেট এলাকায় নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে রাবেয়া রিয়া অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক গোলাম রব্বানীকে ডেকে নেয়। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এরপর বিকাশে মুক্তিপণ আদায় করেন গ্রেপ্তারকৃতরা।

সোমবার (২৩ জুন) দুপুরে র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) এনামুল হক এসব তথ্য জানান।

গ্রেপ্তার হওয়ারা হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নগরপাড়ার মাজেদ আলীর মেয়ে রাবেয়া রিয়া (২০) ও তার সহযোগী শিবগঞ্জ উপজেলার পাকুরিয়া গ্রামের বিরেন চন্দ্র সরকারের ছেলে মানিক চন্দ্র সরকার (৪৫)। অভিযানে তাদের কাছ থেকে একটি স্মার্টফোন, ৩টি বাটন মোবাইল, ৪টি সিমকার্ড ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

বগুড়া র‌্যাব-১২ জানায়, গত ১৫ জুন শহরের আজিজুল হক কলেজ গেট এলাকায় নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক গোলাম রব্বানীকে ডেকে নেয় রাবেয়া রিয়া। এক পর্যায়ে কৌশলে নিয়ে যাওয়া হয় শহরের একটি নির্জন বাড়িতে। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। 

পরে পরিবারের সদস্যদের কাছ থেকে বিকাশের মাধ্যমে মুক্তিপণ হিসেবে ৩৮ হাজার টাকা আদায় করে চক্রটি। এছাড়া ওই শিক্ষকের কাছে থাকা মোবাইল ফোনও কেড়ে নেয় তারা। ঘটনার পর শিক্ষক নিজেই বাদী হয়ে সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। তদন্তে নামে র‌্যাব । এর এক সপ্তাহ পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) এনামুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের বিষয়টি স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে অপহরণ চক্র চালিয়ে আসছিল। অপহরণের পর মুক্তিপণ আদায় করাই ছিল তাদের মূল লক্ষ্য। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Read Entire Article