প্রয়াত পর্তুগিজ তারকা ও সাবেক পোর্তো অধিনায়ক জর্জ কস্তার মৃত্যুতে ভেঙে পড়েছেন তার সাবেক গুরু জোসে মরিনিয়ো। বিষয়টা প্রকাশ পেল সম্প্রতি এক সংবাদ সম্মেলনে। সেখানে তার সাবেক ‘ছাত্রের’ প্রসঙ্গ উঠতেই চোখের জল ধরে রাখতে পারেননি তিনি, কেঁদেছেন অঝোরে।
পোর্তোর হয়ে দীর্ঘ ১৯ বছর খেলার পর ২০০৬ সালে অবসরে যান কস্তা। ক্লাব ক্যারিয়ারে তিনি চার্লটন ও স্ট্যান্ডার্ড লিয়েজের হয়েও খেলেছেন। দেশের হয়ে... বিস্তারিত