ছাদের সিলিং ভেঙে পড়েছে অর্জুনের গায়ে!
বলিউড তারকা অর্জুন কাপুরের ওপর ছাদের সিলিং ভেঙে পড়েছে। সেই ঘটনায় নায়ক আহত হয়েছেন। তিনি ছাড়াও জখম হয়েছেন ছবির প্রযোজক জ্যাকি ভাগনানি ও পরিচালক মুদাসসির আজিজ। খবর : ফ্রি প্রেস জার্নাল
জানা যায় অর্জুন ও ভূমি পেডনেকর মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে তাদের আসন্ন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্য শুট করছিলেন। এরপর হঠাৎ করে একটি শব্দ হয়। তারপর দেখা যায় তাদের গায়ে ওপর থেকে ছাদের সিলিং ভেঙে পড়েছে। যার কারণে হাসপাতালেও যেতে হয় অর্জুনকে।
আরও জানা যায় যে বাড়িটিতে শুটিং হচ্ছিল সেটি বেশ পুরনো। সেখানে কয়েকদিন ধরে টানা শুটিং চলছিল। ধারণা করা হচ্ছে টানা শুটিং ও অতিরিক্ত শব্দের কারণে এমন দুর্ঘটনা হতে পারে। তবে এখন সবাই সুস্থ আছেন।