ছায়ানটের তিন হাজার শিক্ষার্থীর কণ্ঠে জাতীয় সংগীত

3 months ago 51
আমাদের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’  গাইলেন ছায়ানটের তিন হাজার শিক্ষার্থী। অগ্রহায়ণের ভোরে তাদের কন্ঠে একটি ভিডিও ধারণ করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) ঢাকার রায়েরবাজার বধ্যভূমিতে এই ভিডিওটি ধারণ করেছে ছায়ানট। এবারের বিজয় দিবসে এই ভিডিও ছড়িয়ে দেওয়া হবে দেশদেশান্তরে। ছায়ানটের সাধারণ সম্পাদক বলেন, আমরা জাতীয় সংগীতসহ তিনটি দেশের গান রেকর্ড করেছি, পহেলা ডিসেম্বর থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করব। উল্লেখ্য, ‘আমার সোনার বাংলা’ হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বঙ্গমাতা সম্পর্কে এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ১৯০৫ সালে রচিত হয়। বাউল গায়ক গগন হরকরার গান "আমি কোথায় পাব তারে" থেকে এই গানের সুর ও সঙ্গীত উদ্ভূত। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানটি রচিত হয়েছিল। ১৩ জানুয়ারি ১৯৭২ সালে মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এ গানটির প্রথম দশ চরণ সদ্যগঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়। ১৯০৫ সালে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের “বাউল” নামক গ্রন্থে গানটি অন্তর্ভুক্ত আছে।
Read Entire Article