ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পাঁচজন হলেন—মো. সোহেল মিয়া (২৪), মো. মামুন মিয়া (২৫), মো. হৃদয় মিয়া (২৫), আলামীন শেখ (২৪), মামুন হোসেন (২৪)। তারা সবাই গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা ও ভাড়াটিয়া বলে জানা গেছে। র‌্যাব সূত্রে জানা গেছে, সম্প্রতি সংঘবদ্ধ ছিনতাইকারীরা দেশব্যাপী বেপরোয়া হয়ে যাত্রী ও পথচারীদের কাছ থেকে মূল্যবান মালপত্র ছিনতাই করে আসছিল। এ ধরনের অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে র‌্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকালে চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সংঘবদ্ধভাবে ছিনতাই কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়ে

ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পাঁচজন হলেন—মো. সোহেল মিয়া (২৪), মো. মামুন মিয়া (২৫), মো. হৃদয় মিয়া (২৫), আলামীন শেখ (২৪), মামুন হোসেন (২৪)। তারা সবাই গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা ও ভাড়াটিয়া বলে জানা গেছে। র‌্যাব সূত্রে জানা গেছে, সম্প্রতি সংঘবদ্ধ ছিনতাইকারীরা দেশব্যাপী বেপরোয়া হয়ে যাত্রী ও পথচারীদের কাছ থেকে মূল্যবান মালপত্র ছিনতাই করে আসছিল। এ ধরনের অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে র‌্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকালে চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সংঘবদ্ধভাবে ছিনতাই কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব আরও জানায়, অপরাধ দমনে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow