রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছেন অর্নব দেব নামে আইইউবি’র এক শিক্ষার্থী।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুড়িল বিশ্বরোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তিনি।
ছিনতাইকারীর দ্বারা আক্রমণের বিষয়টি জানাজানি হলে অর্নব দেবের সহপাঠিরা এসে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান।
অর্নব দেবের স্বজনরা জানান, উত্তরা থেকে বাস করে কুড়িল বিশ্বরোড পয়েন্টে নেমে ফুটপাত দিয়ে হেঁঠে যাবার সময় এক ছিনতাইকারী তার পিছনে এসে ধারালো ছুরি ধরে সামনে পরিত্যক্ত বাসের পিছনে যেতে বাধ্য করে। সেখানে তার ব্যাগ থেকে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যেতে চাইলে বাধা দেন। একপর্যায়ে আত্মরক্ষার্থে ছিনতাইকারীদের সবকিছু দেওয়ার পরও তাকে চাপাতি দিয়ে ডান হাতে ও পাজরে আঘাত করে। এতে ডান হাত মারাত্মকভাবে জখম হয়।
ঘটনাটি সহপাঠিদের জানালে তারা এসে তাকে আইইউবিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়।
আশেপাশে বিভিন্ন দোকানি ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই স্থানে গত এক সপ্তাহে প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। একাধিক বাসের স্টোপেজ থাকায় প্রতিদিন প্রচুর যাত্রী যাতায়াত করেন। তাই ছিনতাইকারীদের উৎপাত বেড়েছে। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বহিত করা হলেও তাদের পক্ষে থেকে তেমন কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।