ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর ঢামেকে মৃত্যু

1 month ago 16

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সীমান্ত (২০) নামে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী আহত হন। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে তার মৃত্যু হয়। গত (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়।

নিহতের মামা গালিব জানান, আমার ভাগিনা নারায়ণগঞ্জ থেকে প্রতিদিনই বনানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যাতায়াত করত। গত (১১ ডিসেম্বর) ঢাকা থেকে ফিরে নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীরা তার ফোন চায়। দিতে না চাইলে ছুরিকাঘাত করে। আমরা খবর পেয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে ঢামেকে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ঢামেকের বহির্বিভাগে সেবা বন্ধ, জরুরি বিভাগে রোগীর ভিড়

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কাজী আল-আমিন/এমএইচআর

Read Entire Article