ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সেই শিক্ষার্থীর মৃত্যু
নারায়ণগঞ্জ শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী সীমান্ত মারা গেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত সীমান্ত (২০) শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা হাজী আলমের ছেলে। তিনি রাজধানীর একটি বেসরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এর আগে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে কলেজের উদ্দেশে যাওয়ার সময় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মিন্নত আলী মাজারের সামনে একদল ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নিহত সীমান্তের বাবা হাজী আলম বলেন, মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইকারীরা পথরোধ করে সীমান্তের ব্যাগ, মোবাইল টানাটানি করে। এ সময় তাদের বাধা দিতে গেলে তারা মাথা, পেটে ও পায়ে কুপিয়ে তাকে আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সীমান্ত মারা যায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিক্ষার্থী সীমান্তর স্বজনদের মাধ্যমে মৃত্যুর খবর পেয়েছি। তবে নিহতের স্বজনরা এ ঘটনায় মামলা করতে চাচ্ছেন না। তবে আমরা এ রকম একটি নৃশংস ঘটনায় অপরাধীদের ছেড়ে দিতে পারি না। ফলে নিহত কলেজছাত্র আহত হওয়ার পর থেকে আমরা তার বাবার সঙ্গে যোগাযোগ রেখেছি। গতকাল রাতে মারা গেছে। এদিকে আমরা অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি।