ছুরিটি যদি আর ২ মিলিমিটার ভেতরে ঢুকত, তবে...

5 days ago 6

বলিউড অভিনেতা সাইফ আলী খানকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে বিশেষ কক্ষে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, ছুরিটি যদি আর ২ মিলিমিটার ভেতরে ঢুকত, তবে তিনি মারাত্মক আহত হতেন। খবর এনডিটিভির। 

চিকিৎসকরা জানান, পাঁচ ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর তার মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি ব্লেডের (ছুরির ভাঙা অংশ) একটি টুকরো অপসারণ করা হয়েছে। বর্তমানে সাইফ আলী খানের অবস্থা ভালো। আমরা তাকে হাঁটিয়েছি। তিনি ভালোভাবে হাঁটতে পেরেছেন। এখন কোনো সমস্যা নেই এবং খুব বেশি ব্যথাও নেই।  

লীলাবতী হাসপাতালের ডা. নীতিন নারায়ণ ডাঙ্গে শুক্রবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা তাকে আইসিইউ থেকে একটি বিশেষ কক্ষে স্থানান্তরিত করেছি। মেরুদণ্ডে আঘাতের কারণে সেখানে প্রায় এক সপ্তাহ ধরে দর্শনার্থীদের চলাচল সীমিত থাকবে। এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 

তিনি আরও বলেন, পক্ষাঘাতের কোনো ঝুঁকি নেই।

লীলাবতী হাসপাতালের প্রধান পরিচালন কর্মকর্তা নীরজ উত্তমানি বলেন, তিনি খুব ভাগ্যবান। যদি ছুরিটি ২ মিমি গভীরে থাকত, তাহলে তিনি গুরুতর আহত হতেন।

এদিকে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। তবে তিনি সাইফকে ছুরিকাঘাত করেছেন কি না বা সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তিই কি না তা নিশ্চিত হওয়া যায়নি। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমটি জানায়, অভিনেতা সাইফ আলি খানকে তার মুম্বাইয়ের বাড়িতে ছুরিকাঘাতের একদিন পর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। প্রযুক্তিগত তথ্য এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পর প্রাথমিক পুলিশি বিচার-বিশ্লেষণে ওই ব্যক্তিকে আটক করা হয়।

Read Entire Article