ছেলে গ্রেপ্তার, রাগে-ক্ষোভে নিজেকে শেষ করলেন মা

3 months ago 37
একটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার করা হয় ছেলেকে। নিজ সন্তানের এই অপকর্ম স্বাভাবিকভাবে নিতে পারেননি মা। অনেকটা রাগে-ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন জাহানারা বেগম নামে সেই মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে।  মঙ্গলবার (১০ জুন) দুপুরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চুরি করতে গিয়ে চিনে ফেলায় গৃহবধূকে জবাই করে পুকুরে ফেলে দেয় আলাউদ্দিন ও রাব্বি। ঘটনার এক সপ্তাহ পর স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করা হয় দুজনকে। এলাকার মানুষ এগুলো নিয়ে কথা তুললে তা সইতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন আলাউদ্দিনের মা জাহানারা বেগম। নিঝুমদ্বীপের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, জাহানারা বেগম ছেলে আলাউদ্দিনকে নিয়ে নিঝুমদ্বীপের ১নং ওয়ার্ড উপরের বাজার এলাকায় বসবাস করতেন। ছেলে গ্রেপ্তারের পর এলাকার লোকজন এগুলো নিয়ে বিভিন্ন কথা তোলে। এ নিয়ে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আগে থেকে তার মানসিক সমস্যা ছিল। স্থানীয় জামসেদ উদ্দিন বলেন, সোমবার জাহানারা বেগম পাশে বাবার বাড়িতে ছিলেন। রাতে সেখান থেকে নিজের বাড়িতে চলে আসেন। সকালে তার মা এবং বোন খোঁজ নিতে এসে দেখে ঘরের আড়ার সঙ্গে সে ঝুলে আছে। তখন তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়।  এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, নিঝুমদ্বীপে জাহানারা বেগম নামে এক নারীর নিজ ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Read Entire Article