ছেলে হান্টার বাইডেনকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অস্ত্র ও শুল্ক মামলায় অভিযুক্ত হয়ে শাস্তির মুখোমুখি হয়েছিলেন হান্টার। যদিও এর আগে বাইডেন অঙ্গীকার করেছিলেন যে ছেলেকে ক্ষমার ক্ষেত্রে প্রেসিডেনশাল ক্ষমতা ব্যবহার করবেন না।
এদিন বাইডেন বলেন, শুধু পারিবারিক নামের কারণে অন্যায়ভাবে তার ছেলেকে অভিযুক্ত করা হয়েছিল।
সম্প্রতি নির্বাচন থেকে ছিটকে যাওয়া মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, হান্টারকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। এমনকি অব্যাহত আক্রমণ ও বিচারের মুখেও যিনি পাঁচ বছরের বেশি সময় নীরব ছিলেন।
বাইডেন বলেন, হান্টারকে আক্রমণের মাধ্যমে তারা আমাকেও দুর্বল করতে চেয়েছে। তাই যা হয়েছে তাই যথেষ্ট।
চাইলে যেকোনো অপরাধীকেই ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট। যদিও আগে বাইডেন বলেছিলেন, বিচারে দোষী সাব্যস্ত হলে নিজের ছেলেকে তিনি ক্ষমা করবেন না।
গত সেপ্টেম্বরের শুরুতে কর ফাঁকির মামলায় দায় স্বীকার করেন হান্টার বাইডেন। আর গত জুনে আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হন হান্টার।
সূত্র: আল-জাজিরা
এমএসএম