ছেলেকে পুলিশে দিয়ে ফেসবুকে পোস্ট দিলেন বিএনপি নেতা

3 months ago 47

বগুড়ার ধুনট উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও মাকে কুপিয়ে আহত করার অভিযোগে নাফিজ ফয়সাল আকাশকে (২৫) থানায় সোপর্দ করেছেন তার বাবা। নাফিজ ফয়সাল আকাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশার ছেলে।

ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়ে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন আবুল মুনছুর আহম্মেদ পাশা।

শনিবার (১৭ মে) বিকেল ৫টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে আকাশকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত ৮টায় হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় আকাশকে পুলিশের হাতে তুলে দেন তার বাবা।

থানা সূত্রে জানা যায়, উল্লাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের কলেজ পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করেন আকাশ। এ ঘটনার প্রতিবাদ করায় আকাশ শুক্রবার জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে জাহাঙ্গীরের স্ত্রী আর্জিনাকে কুপিয়ে আহত করেন। এ সময় স্ত্রীকে রক্ষার চেষ্টা করলে জাহাঙ্গীরকেও পিটিয়ে আহত করেন তিনি। আহতদের প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে আর্জিনা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় পুলিশের হাতে আকাশকে তুলে দেওয়া হয়।

ছেলেকে পুলিশে দিয়ে ফেসবুকে পোস্ট দিলেন বিএনপি নেতা

আকাশের বাবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা ফেসবুকে লেখেন, ‘আমি আপসহীন নেত্রীর কর্মী, কোনো অন্যায়ের সঙ্গে আপস করতে জানি না। আমার বুকের পাঁজর ফেটে গেলেও সামান্য রাগের বশীভূত হয়ে একটু মারামারিকে কেন্দ্র করে আমার নিজের একমাত্র ছেলে কলিজার টুকরাকে আমি নিজেই পুলিশের হাতে তুলে দিলাম। আল্লাহ ভরসা’

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আকাশকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। চাকু মারার ঘটনায় অভিযোগ পেলে মামলা দায়ের করে আকাশকে ওই মামলায় শোন অ্যারেস্ট দেখানো হবে।

এফএ/এমএস

Read Entire Article