ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার
নেত্রকোনার মদন উপজেলায় ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) সকালে মদন থানার ওসি মো. শামসুল আলম শাহ্ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া উপজেলার ঘাটুয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
স্থানীয়রা জানান, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৫) মানসিক ভারসাম্যহীন। শনিবার রাতে খাবার শেষে নিজ ঘরে শুয়ে পড়ে মোস্তফা। হঠাৎ ছেলে সাজ্জাদ ঘরে ঢুকে বাবাকে আঘাত করে। লাঠির আঘাতে ঘটনাস্থলে মারা যান তিনি।
মদন থানার ওসি মো. শামসুল আলম শাহ্ বলেন, ছেলের হাতে মোস্তফা নামের এক ব্যক্তি খুন হয়েছে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে শুনেছি। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

14 hours ago
7









English (US) ·