ছোট পর্দায় ঈদের সিনেমা
ঈদে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দর্শকদের জন্য থাকছে নতুন পুরোনো সিনেমা। জেনে নেওয়া যাক কোন টিভিতে কী কী সিনেমা দেখানো হবে।
দীপ্ত টিভি
ঈদের দিন সকালে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার অনন্ত জলিল ও বর্ষার ‘কিল হিম’।
ঈদের দিন: ঈদের সকালে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার অনন্ত জলিল ও বর্ষার ‘কিল হিম’। এটি প্রযোজনা ও পরিচালনা করেছেন এমডি ইকবাল।
ঈদের দ্বিতীয় দিন: শাকিব খান অভিনীত অনন্য মামুনের ছবি ‘দরদ’। সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান।
ঈদের তৃতীয় দিন: সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ এর টিভি প্রিমিয়ার হচ্ছে চ্যানেল আইয়ে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আছেন পূজা চেরী।
ঈদের চতুর্থ দিন: কাজী মারুফের ছবি ‘গ্রিন কার্ড’ প্রথমবার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আইয়ে। এটি পরিচালনার পাশাপাশি প্রধান চরিত্রেও অভিনয় করেছেন তিনি।
ঈদের পঞ্চম দিন: ভৌতিক গল্পের সিনেমা ‘ডেডবডি’ দেখা যাবে ঈদের পঞ্চম দিন। এমডি ইকবালের পরিচালনায় এতে অভিনয় করেছেন ওমর সানী, মিশা সওদাগর, শ্যামল মাওলা, জিয়াউল রোশান, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপু, কলকাতার অনন্যাসহ অনেকেই।
ঈদের ষষ্ঠ দিন: আকাশ আচার্য্যর নির্মাণে ‘মাকড়সার জাল’ দেখানো হবে। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিমাদ্রী হিমু।
ঈদের সপ্তম দিন: অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ সিনেমা। চ্যানেল আইয়ে ‘মেকআপ’ ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে ঈদের সপ্তম দিন। ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী।
নাগরিক টেলিভিশন